নিজস্ব প্রতিবেদক:
আওয়ামীলীগের চারজনসহ ছয়জন গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা করেছেন,
আওয়ামীলীগের হরতাল ও অবরোধের লিফলেট বিতরণের অপরাধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারজনকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।
অপরদিকে পৃথক দুটি অভিযান চালিয়ে মাদক ও নারী নির্যাতন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাংনী উপজেলার নওপাড়া গ্রামের আক্তার আলীর ছেলে মোঃ হাফিজুর রহমান (৪৩), ধলা গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে মো. আকবর আলী (৩২), মাইলমারী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃমাসুদুর রহমান খোকন (৪০) ও সহড়াতলা গ্রামের সেন্টু মিয়ার ছেলে মো. বেল্টু মিয়া।
অপরদিকে আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামি গাংনী উপজেলা নওপাড়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মোঃহুমায়ূন আহমেদ ও গাংনী উপজেলা শহরের মৃত রবিউল ইসলামের ছেলে হজরত আলী (২৭),
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৩১ জানুয়ারি সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার চার আসামি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছে, সোমবার ৩ ফেব্রুয়ারি-২০২৫ সকাল থেকে দুপুর পর্যন্ত গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হুমায়নের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং মো. হযরত আলীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।