নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন গ্যাস পাইপলাইনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পাইপলাইনের উদ্বােধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাডা.রাশেদুল হক শাওন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।