নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার শহরের হাসপাতাল পাড়ার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই পাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেনের বাড়িতে অগ্নিকান্ডে আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল ভষ্মীভূত হয়েছে।
বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে সাজ্জাদ হােসেনের রান্না ঘর থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গৃহকর্তা সাজ্জাদ হোসেন জানান, চুলায় রান্না করার সময় আগুন পুরাে ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লােকজন আগুন নেভানোর চেষ্টা করে৷ খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটিদল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।