আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরেররপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভূক্তভােগি গৃহবধূ।
বুধবার দিবাগত সন্ধ্যারাতে কাজীপুর গ্রামের বর্ডার পাড়ার বাবর আলীর ছেলে পিন্টু (২৪) ও একই পাড়ার লিয়াকত আলীর ছেলে আশিক (২২) এর নামে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেন ভূক্তভোগি গৃহবধূ।
অভিযোগ সূত্রে জানা গেছে,গত বুধবার বিকেলে কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার এক মহিলা তার গবাদি পশুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। তাকে নির্জন স্থানে পেয়ে পিন্টু ও আশিক জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই মহিলা চিৎকার দিলে,মাঠের লোকজন এগিয়ে আসলে পিন্টু ও আশিক পালিয়ে যান। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষি প্রমাণিত হলে,ব্যবস্থা নেয়া হবে।