Home » গাংনী উপজেলায় এক গৃহবধূ আত্মহত্যা

গাংনী উপজেলায় এক গৃহবধূ আত্মহত্যা

কর্তৃক xVS2UqarHx07
132 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার জােড়পুকুরিয়া গ্রামে জেনিয়ারা খাতুন (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। জােড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী শরিফুল ইসলাম ওরফে শরিফের স্ত্রী জেনিয়ারা । জেনিয়ারা এক সন্তানের জননী।

সােমবার দুপুরে স্বামীর ঘরে বিষপান করেন জেনিয়ারা। বিষয়টি টের পেয়ে জেনিয়ারার স্বামী ও প্রতিবেশীরা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় সেখান তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগেই গাংনীর বামন্দী বাজারের কাছে পৌঁছালে,মৃত্যুর কােলে ঢলে পড়েন । স্বামীর পরকীয়া প্রেমের কারণে অভিমানে জেনিয়ারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এমন সন্দেহের দানা বেধেছে অনেকের মনে । সম্প্রতি, শরিফুল সৌদি থেকে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকদিন যাবত মনােমালিন্য চলছিল। প্রতিবেশী এক যুবতী মেয়ের সাথে শরিফুল দীর্ঘ মাস যাবত ফােনােলাপ করে আসছিলেন। বিষয়টি টের পান স্ত্রী জেনিয়ারা। এনিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে বেশ চাপা যুদ্ধ চলছিল।

শরিফুল কয়েকদিন ধরে কথায় কথায় স্ত্রীর উপর ক্ষেপে উঠছিলেন। এবং স্ত্রীকে নির্যাতনও করে আসছিলেন। জেনিয়ারার মা শরিফা খাতুন বলেন,অন্য মেয়ের সাথে প্রেম করার পর থেকে জামাই শরিফুল আমার মেয়েকে তেমন টাকা-পয়সা পাঠাতাে না। এবং যােগাযােগ করতাে কম। আমার মেয়ের মৃত্যুর জন্য শরিফুল ও তার প্রেমিকায় দায়ি। আমি তাদের বিচার চাই। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। নিহত গৃহবধূর মায়ের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন