Home » গাংনী উপজেলায় করোনা টিকা নিয়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্র নিহত

গাংনী উপজেলায় করোনা টিকা নিয়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্র নিহত

কর্তৃক xVS2UqarHx07
208 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে করোনা টিকা নিয়ে বাড়ি ফেরার পথে শিলন হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত শিলন গাংনী উপজেলার এইচ,এস,কে মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। এবং সীমান্তবর্তি সহড়াতলা গ্রামের রাহাতুল্লাহের ছেলে।

বুধবার দুপুর ১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী পৌর এলাকার ব্র্যাক অফিসের কাছে দুই অটো ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।

নিহত শিলনের বন্ধু আব্দুল্লাহ জানান শিলনসহ আমরা সহপাঠিরা মিলে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য গাংনী পৌরসভা থেকে দ্বিতীয় ডোজের টিকা নিয়ে একটি অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলাম। গাংনী পৌর এলাকার ব্যাক অফিসের কাছে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোভ্যানে ধাক্কা দেয়। এসময় শিলন অটোভ্যান থেকে ছিটকে পড়ে অপর অটোভ্যানের নিচে পড়ে গুরুতরভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এইচ,এস,কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান অটোভ্যানযোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গাংনী পৌরসভা থেকে টিকা নেয়ার পর বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,খবর শুনে পুলিশের একটিদল নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন