Home » গাংনী উপজেলায় কাজীপুরে মজিবুর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন

গাংনী উপজেলায় কাজীপুরে মজিবুর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
164 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে নতুন আঙ্গিকে আনুষ্ঠানিকভাবে প্রি-ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।গ্রামের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মরহুম মুজিবর রহমানের স্মৃতির উদ্দেশ্যে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।

মরহুমের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ রেজার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গ্রামের অবহেলিত শিক্ষা বঞ্চিত ছেলে-মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থাপন করা হয়েছে এই আধুনিক মানের স্কুল।আজ সোমবার সকাল ১১ টার সময় বেতবাড়ীয়া পশ্চিমপাড়ায় ‘মজিবুর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের’ লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মরহুমের স্ত্রী রতœগর্ভা মর্জিনা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দীন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মরহুম মজিবুর রহমানের আরেক কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, মজিবুর রহমান স্মৃতি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রুহুল হুদা।

শুভ উদ্বো অনুষ্ঠানে মাসুদ রেজা তার বক্তব্যে বলেন,অজ পাড়াগাঁয়ে প্রথমতঃ কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চেয়েছিলাম।পরবর্তীতে নানাদিক বিবেচনা করে গ্রামের পিছিয়ে পড়া জনসাধারণের ছেলে মেয়েদের মান সম্মত শিক্ষায় মানুষ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান গড়তে সিদ্ধান্ত নিয়েছ্।িশুরুতেই নার্সারী থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের পথচলা শুরু হলো।পর্যায়ক্রমে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদানের চেষ্টা অব্যাহত থাকবে।

শিক্ষার মনোরম পরিবেশ গড়তে ইতোমধ্যই খেলাধূলার উপকরণসহ আধুনিকমানের অবকাঠামো নির্মাণ করা হয়েছ্।ে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী নিয়োগ দেয়া হয়েছে।নৈতিক শিক্ষাসহ সকল বিষয়ে পাঠদান করানো হবে। তিনি প্রতিষ্ঠানটি গড়তে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে শুভে”ছা বক্তব্য রাখেন, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, শিক্ষক সাজ্জাদুল আলম স্বপন, বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রাজনীতিবিদ মতিয়ার রহমান, রফিকুল আলম পথিক, রেজাউল হক মাষ্টার ,বালিয়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবউদ্দীন ,ফার্মেসী ব্যবসায়ী মঞ্জুর হোসেন টকি, আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্বে কুষ্টিয়া, মেহেরপুর ও গাংনী শিল্পকলার শিল্পী কলাকুশলীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।কুষ্টিয়া থেকে একঝাঁক শিশু নৃত্যশিল্পী তাদের নৃত্যাকলা দেখিয়ে দর্শক শ্রোতাদের মন কেড়ে নেয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের কচিকাঁচা শিক্ষার্থী ,অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন