নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করায় থানায় লিখিত অভিযোগে ভিত্তিতে জামরুল ইসলাম (৪০) নামের এক জনকে আটক করেছে পুলিশ। আটককৃত জামরুল ইসলাম উপজেলার তেরাইল গ্রামের কালু মন্ডলের ছেলে।আজবৃহস্পতিবার (১৭ মার্চ), গাংনী থানা পুলিশ উপজেলার তেরাইল গ্রাম থেকে জামরুল ইসলাম কে আটক করে।
ভূক্তভোগী ওই নারী জানান, গত ১৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯ দিকে তিনি তার শয়নকক্ষে অবস্থান করছিলেন। এসময় তার চাচাতো দাদা শ্বশুর তেরাইল গ্রামের গরু ব্যবসায়ী জামরুল ইসলাম আমার শয়নকক্ষে প্রবেশ করেন। বাড়িতে অন্য লোকজন না থাকায় ওই নারীকে একা পেয়ে কু-প্রস্তাব দেন এতে ওই নারী অসম্মতি জানালে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারীর চিৎকার করে লোকজন জড়ো করার হুমকি দিলে এবং পাশের বাড়ির লোকজন আসার সাড়া পেয়ে ওই নারীকে ছেড়ে দেয়। এসময় ঘটনাটির কথা কাউকে না জানানোর জন্য বলে। ঘটনাটি জানাজানি হলে তোমার স্বামীকে আমরা হত্যা করব বলে জানায়। এমত অবস্থায় বিষয়টি আমি কাউকে জানায়নি। আমার স্বামী কাজে থেকে ফিরে আসলে তাকে অবগত করলে তার সহায়তায় গাংনী থানায় একটি লিখিত অভিযোগ।
ওই নারীর স্বামী জানান, আমি রাজমিস্ত্রির কাজ করি, ওই লম্পট আমার স্ত্রীকে একা বাড়িতে পেয়ে ধর্ষণ চেষ্টা করে। বিষয়টি পরিবারের লোকজনকে জানালে হত্যার হুমকি দিয়ে আসে। ধর্ষণ চেষ্টা ও হত্যার হুমকি বিচারের গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছি।আইনের শ্রদ্ধা রেখে এর সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।
স্থানীয় ইউপি সদস্য আজগর আলী মেম্বার জানান, ভুক্তভোগী ওই নারী অত্যন্ত গরীব তাকে সরকারিভাবে গৃহ নির্মাণ প্রকল্পের একটি ঘর দেওয়া হয়েছে। বিষয়টি শুনেছি, আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।