নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের মাঠে রাতের আঁধারে ৪টি ট্যান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সােমবার দিবাগত রাতে বাদিয়াপাড়া গ্রামের দুটি মাঠ থেকে চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাদিয়াপাড়া গ্রামের মসলেম আলীর ছেলে আসাদুল হকের ২টি ট্যান্সফরমার,মৃত আনারুল ইসলাম ওরফে আনারের ছেলে চঞ্চল আলীর ১টি ও দুখি বিশ্বাসের ছেলে মহিবুল ইসলামের ১টি ট্যান্সফরমার চুরি হয়। ৪টি ট্যান্সফরমার চুরি হওয়ায় ওই মাঠের প্রায়ই ১শ বিঘা জমির চাষাবাদ করা অনিশ্চিত বলে জানান কৃষকরা।