নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর গ্রামে চাের সন্দেহে জুবায়ের হোসেন (৪৩) নামের একজন আটক করে স্থানীয়রা। আটকের পর মারপিট শেষে সালিস বসিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ৩শ টাকার স্ট্যাম্পে মুচলেকা নিয়ে আটককৃত জুবায়েরকে ছেড়ে দেয়া হয়েছে। আটককৃত জুবায়ের ষােলটাকা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
মঙ্গলবার সকালে সালিস বৈঠকের মাধ্যমে তাকে ছেড়ে দেয়া হয়। স্থানীয়রা জানান, জুবায়ের রাতে চুপি চুিপ বিভিন্ন জনের বাড়ির নিকটে গিয়ে ঘরের জানালা দিয়ে উঁকি মেরে স্বামী-স্ত্রীর মেলামেলা দেখে বেড়াতাে। জুবায়ের এর আগে চুরি করেছে এমন নজির নেই। তবে সোমবার রাতে জুবায়ের বানিয়াপুকুর গ্রামের একটি স্কুলের পাশের বাড়ির পিছনে অবস্থান নিয়ে জানালা দিয়ে উঁকি মারে। এসময় কয়েকজন তাকে দেখে আটকে ফেলে। এবং বেড়ক মারপিট করেন। পরে জুবায়েরকে স্কুলের একটি কক্ষে আটকে রাখে। শেষে মঙ্গলবার সকালে সালিস বৈঠকের ব্যবস্থা করা হয়। সালিসে জুবায়েরকে কোন কথা বলার সুযোগ না দিয়ে ৩শ টাকা মুল্যের একটি স্ট্যাম্পে মুচলেকা নেয়া হয়। সেই সাথে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার টাকা গ্রামের সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে বলে জানান সমাজপতিরা।
এদিকে,জুবায়ের হােসেনের পরিবারের অভিযােগ,জুবায়ের কি এমন বড় অপরাধ করেছিল যে,তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এমনকি সালিস বৈঠকের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে।