Home » গাংনী উপজেলায় চাের সন্দেহে সালিস করার মামলায় ৩ মাতব্বর গ্রেফতার

গাংনী উপজেলায় চাের সন্দেহে সালিস করার মামলায় ৩ মাতব্বর গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
103 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর গ্রামে চাের সন্দেহে জুবায়ের হোসেন (৪৩) নামের একজন আটক করে স্থানীয়রা। আটককৃত জুবায়ের ষােলটাকা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

আটকের পর মারপিট শেষে সালিস বসিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা সেই সাথে ৩শ টাকার স্ট্যাম্পে মুচলেকা নেয়ায় জুবায়ের হােসেন বাদি হয়ে মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন মাতব্বরসহ ৮ জনের নামে এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে গাংনী থানায় মামলা করেন। পুলিশ প্রধান মাতব্বর শরিয়ত আলী, মাতব্বর শহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম বিদ্যুতকে গ্রেফতার করেছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, জুবায়ের হোসেনের দায়ের করা মামলাটি আমলে নিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ইতোমধ্যে ৩জনকে গ্রেফতার করা হয়েছে । আসামীদেরকে বুধবার দুপুরে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, জুবায়ের রাতে চুপি চুপি বিভিন্ন জনের বাড়ির নিকটে গিয়ে ঘরের জানালা দিয়ে উঁকি মেরে স্বামী-স্ত্রীর মেলামেলা দেখে বেড়াতাে। জুবায়ের এর আগে চুরি করেছে এমন নজির নেই। তবে গত সোমবার রাতে জুবায়ের বানিয়াপুকুর গ্রামের একটি স্কুলের পাশের বাড়ির পিছনে অবস্থান নিয়ে জানালা দিয়ে উঁকি মারে। এসময় কয়েকজন তাকে দেখে আটকে ফেলে। এবং বেড়ক মারপিট করেন। পরে জুবায়েরকে স্কুলের একটি কক্ষে আটকে রাখে। এঘটনায় মঙ্গলবার সকালে সালিস বৈঠকের ব্যবস্থা করা হয়। সালিসে জুবায়েরকে কোন কথা বলার সুযোগ না দিয়ে ৩শ টাকা মুল্যের একটি স্ট্যাম্পে মুচলেকা নেয়া হয়। সেই সাথে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার টাকা গ্রামের সামাজিক উন্নয়নে ব্যয় করা হবে বলে জানান সমাজপতিরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন