নিজস্ব প্রতিবেদক:
জমি জায়গা সংক্রান্ত জেরে মেহেরপুরের গাংনী উপজেলার ভ্রমর ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী সন্তান সহ আহত ৪ জন।আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার ভোমরদহ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো মৃত ইলাউদ্দিন মালিথা ছেলে মাবুদ(৫০),তার স্ত্রী সুমি খাতুন(৪০) তাদের সন্তান সাফি(১৫) ও মৃত ইলাউদ্দিন মালিথা আরেক ছেলে আন্টু(৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। হঠাৎ দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে হানাহানি শুরু হয়।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মাবুদ জানান, বাড়ির জমি নিয়ে বড় ভাই আন্টুর সাথে দীর্ঘদিন ঝামেলা চলছে। আজ সকালে ও ভাইয়ের নেতৃত্বে ভাইয়ের ছেলে ও মেয়েরা হাসুয়া দিয়ে আমার স্ত্রী সন্তান আমাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।
আন্টু জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে মাহবুবসহ তার স্ত্রী-সন্তান আমাদের উপর হামলা চালাতে আসে। আমরা নিজেদের কে বাঁচাতে তাদের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়ি।এতে তারা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে আহত করে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মাবুদ ও তার স্ত্রী-সন্তানের অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে মাহমুদ ও তার স্ত্রী সন্তানের মাথা সহ বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাদের রেফার্ড করা হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মারামারির ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।