Home » গাংনী উপজেলায় জামায়াতের আমীর রবিউল গ্রেপ্তার

গাংনী উপজেলায় জামায়াতের আমীর রবিউল গ্রেপ্তার

কর্তৃক xVS2UqarHx07
86 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরেরর গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রবিউল গাংনী উপজেলা শহরের বিশ্বাস পাড়ার মৃত আব্দুর রউফের ছেলে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল রবিউলকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আনীত মামলার গ্রেপ্তারি পরওয়ানা ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত রবিউলকে বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ দিকে গাংনীর ভাটপাড়া গ্রামের মসজিদে তার দলীয় লোকজনকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করছিলেন। এসময় পুলিশ অন্যান্য অনেককে আটক করতে সক্ষম হলেও রবিউল ইসলাম পালিয়ে যায়। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা রুজু করা হয়। যার মামলা নাম্বার- ১১। ওই মামলায় গ্রেফতারি পরওয়ানা হিসাবে রবিউল গ্রেপ্তার করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন