নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে মাছ (কুটা) কাটা নিয়ে বেটার বৌ (ছেলে স্ত্রী) ও শ্বাশুড়ীর মধ্যে ঝগড়ার জেরে অভিমানে শিউলী খাতুন (৫০) নামের এক শ্বাশুড়ী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে অবশেষে ব্যর্থ হয়েছেন। শিউলী এলাঙ্গী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
সোমবার বিকেলের দিকে শিউলী নিজ বাড়িতে বিষপান করেন। এসময় প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়রা জানান,শ্বাশুড়ী শিউলী তার ছেলের স্ত্রী অনামিকাকে মাছ কাটার জন্য বলেন। এসময় অনামিকা তা পারবােনা বলে শ্বাশুড়ীকে জানান। এনিয়ে বৌ-শ্বাশুড়ীর মধ্যে ঝগড়া হয়। পরে অভিমানে শ্বাশুড়ী শিউলী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে রাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও এলাঙ্গী গ্রামের বাসিন্দা আব্দুল জাব্বার বলেন, সােমবার বিকেলের দিকে শ্বাশুড়ী শিউলী ও পুত্র বধূ সিঙ্গাপুর প্রবাসি সোহান হোসেনের স্ত্রী অনামিকার মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এ নিয়ে অভিমানে শ্বাশুড়ী বিষপান করেন।