Home » গাংনী উপজেলায় থেকে ৪জন যুবকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ

গাংনী উপজেলায় থেকে ৪জন যুবকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
168 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রাম থেকে ৪জন যুবকসহ ৫জনকে আটক করেছে পুলিশ সদস্যরা। জুয়া খেলার অভিযােগে তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানাে হয়েছে।

আটককৃতরা হলেন-রামনগর গ্রামের আফছার আলী শেখের ছেলে আসমত আলী (৫০), শমসের আলী মন্ডলের ছেলে মাসুদ রানা (৩০),ইসমাইল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪০), সাইফুল ইসলামের ছেলে লিখন হােসেন (২০) ও আজিবার আলীর ছেলে সাগর আলী (২১)।

শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিফ হাবিবুর রহমানের নেতৃত্ব পুলিশের একটিদল তাদেরকে আটক করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রামনগর গ্রাম সংলগ্ন একটি বাঁশবাগানে জুয়া খেলা হচ্ছে, এমন গােপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটিদল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ৫হাজার ২৯০ টাকা,খেলার সামগ্রী (তাস) উদ্ধার করা হয়

০ মন্তব্য

You may also like

মতামত দিন