Home » গাংনী উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাংনী উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
209 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে বন্যা খাতুন (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এক সন্তানের জননী বন্যা কাজীপুর গ্রামের আলম বাজারের হয়রত আলীর মেয়ে ও পার্শ্ববর্তী সাহেবনগর গ্রামের বাসিন্দা এবং সৌদি প্রবাসী খাইরুল ইসলামের স্ত্রী।

শনিবার (২১মে) সকাল ১০টার দিকে বাবার বাড়ির একটি ঘরের আড়ার সাথে বন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বন্যার স্বামী বেশ কয়েক বছর যাবত কর্মের তাগিদে সৌদি আরবে রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে তার স্বামী বাড়িতে আসার কথা রয়েছে। স্বামীর সাথে মনোমালিন্যের কারণে বন্যা আত্মহত্যা করেছেন বলে ধারণা হচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন