Home » গাংনী উপজেলায় ফেনসিডিলসহ ২জনকে আটক করে পুলিশ ও পুলিশ সদস্য আহত

গাংনী উপজেলায় ফেনসিডিলসহ ২জনকে আটক করে পুলিশ ও পুলিশ সদস্য আহত

কর্তৃক xVS2UqarHx07
300 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে ২’শ,৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বামন্দি পুলিশ।এ সময় এএসআই শরিফুল ইসলাম আহত হন। আজ রবিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ভরাট বিলপাড়া থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো গাংনী উপজেলার ওলিনগর গ্রামের সুলতান হকের ছেলে আবুল কালাম আজাদ(৩৬) ও তেরাইল গ্রামের মোতাহার বিশ্বাসের ছেলে মেসের আলি(৫০)।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট বিলপাড়া দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশের এএসআই শরিফুল ইসলাম ও কনস্টেবল রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২’শ৫০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে। এসময় তাদের আটক করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের সাথে ধস্তাধস্তিতে পুলিশের এএসআই শরিফুল ইসলাম আহত হন। আটককৃত আবুল কালাম আজাদের বিরুদ্ধে ইতিপূর্বে আরো ১২ টি মাদক মামলা রয়েছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন