Home » গাংনী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রলীগের নেতা কর্মীরা বাঁধা দেওয়ার অভিযােগ

গাংনী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রলীগের নেতা কর্মীরা বাঁধা দেওয়ার অভিযােগ

কর্তৃক xVS2UqarHx07
235 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান পালনে ছাত্রলীগের নেতা কর্মীরা বাঁধা প্রদান করার অভিযােগ উঠেছে।

বুধবার দুপুর ২ টার দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু জানান, আমরা শান্তিপূর্ণ পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমের ৮৬ তম জন্মবার্ষিকী পালন করছিলাম। এসময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে এসে উত্তেজনা শুরু করেন। এবং অনুষ্ঠান বন্ধ করে দেন।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল জানান,বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার লক্ষে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে জড়াে হয়েছিল। বিষয়টি আমরা বুঝতে পেরে প্রতিবাদে মিছিল করেছি। এসময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজেই ছত্রভঙ্গ হয়ে যায়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,বিএনপি ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা পরিস্থিতি শুনে পুলিশি তৎপরতায় উত্তেজনা পরিস্থিতি শান্ত করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন