Home » গাংনী উপজেলায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা।।

গাংনী উপজেলায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা।।

কর্তৃক xVS2UqarHx07
100 ভিউজ

আমঝুপি অফিস:

 

গাংনীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা।

মেহেরপুরের গাংনীতে আতিয়ার রহমান (৩২) নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১ সন্তানের জনক ভ্যান চালক আতিয়ার রহমান জেলার গাংনী উপজেলার করমদী গ্রামের মাঠপাড়ার রহিদুল ইসলামের ছেলে।

 

রবিবার দুপুর ১টার দিকে গাংনী উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া সড়কের পাশে একটি কলাক্ষেতের মধ্যে থেকে আতিয়ারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। গাংনী থানা পুলিশের একটিদল তার লাশ উদ্ধার করে।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার দুপুরে আতিয়ার রহমান তার ভ্যান নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এদিন রাত হয়ে গেলােও বাড়ি না ফিরলে,পরিবারের লােকজন অনেক খােঁজাখুজি করে ব্যর্থ হয়।

 

আজ দুপুর ১২টার দিকে মাঠের কৃষকরা কলাক্ষেতে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে,এদিন দুপুরে তার লাশ উদ্ধার করে হয়।

স্থানীয়দের ধারণা,যাত্রীবেশে আতিয়ারের ভ্যান ভাড়া করে সড়কের পাশে কলাক্ষেতের মধ্যে তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে ছিনতাইকারীরা। তবে অনেকে ধারণা করছে,গ্রামের একটি পরিবারের সাথে তার দ্বন্দ্ব রয়েছে। সে কারণে তাকে হত্যার শিকার হতে হয়েছে কি না? সেটিও খতিয়ে দেখা উচিত।

 

এই বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি)

বানী ইসরাইল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকারীদের সনাক্তের পর তাদের আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন