আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ০২ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ভবানীপুর ক্যাম্প পুলিশ। গতকাল রবিবার(০৩এপ্রিল) রাত ১২টার দিকে তাকে আটক করে। আটককৃতরা হলো উপজেলার রামনগর গ্রামের মৃত সাবেক পুলিশ আব্দুর রাজ্জাক এর ছেলে রোকনুজ্জামান রনি(২০),আজির উদ্দিনের ছেলে হাসান(২২) ও নূর ইসলামের ছেলে কাউসার(২১)।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,কুষ্টিয়ার ভেড়ামারা থেকে মাদক নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর রাস্তা দিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের ইনচার্জ এসআই জহির রায়হানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ০২ লিটার চোলাই মদসহ ওই ০৩মাদক কারবারি কে আটক করে।এসময় তাদের কাছ থেকে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আইনে মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।