Home » গাংনী উপজেলায় মায়ের বকুনি খেয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে

গাংনী উপজেলায় মায়ের বকুনি খেয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে

কর্তৃক xVS2UqarHx07
245 ভিউজ

গাংনী অফিস:

মায়ের বকুনি খেয়ে হুসাইন (১৫) নামের এক কিশোর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। হুসাইন গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মুকুল হোসেনের ছেলে।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টার সময় গ্রামের একটি মাঠের মধ্যে বিষপান করে। স্থানীয়রা দেখে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হুসাইনের মা ফেরদৌসী খাতুন জানান, সে একটি লেদ মেশিনের গ্যারেজে কাজ করে। কয়েক দিন যাবৎ কাজে যায়নি। তাকে এ নিয়ে বকা বকি করলে সে বিষ পান করে।গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সামসুল আরেফিন জানান বর্তমানে সে সুস্থ্য আছে।

এছাড়া গাংনী উপজেলার তেরাইল গ্রামের ওলিনগরপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

আজ সোমবার বিকাল সাড়ে তিনটার সময় নিজ বাড়িতে বিষপান করেন তিনি। মাসুদ রানার মা রাবেয়া খাতুন জানান, আমার ছেলে দীর্ঘ সাত বছর যাবৎ মাথার সমস্যায় আছে।তার মাথার সমস্যার কারণে স্ত্রী তালাক নিয়ে বাবার বাড়ি চলে গেছে।এর আগেও সে ৩ বার গলাই রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে মাসুদ রানার বড় চাচী মর্জিনা খাতুন বিষপান করে আত্মহত্যা করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন