আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামে সাপের কামড়ে জয়নাল হক (৫০) নামের এক কৃষক মারা গেছেন। ৩ সন্তানের জনক জয়নাল খাসমহল গ্রামের মৃত আব্দুল কাদের মুন্সীর ছেলে।
সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান,জয়নাল প্রতিরাতের ন্যায় রবিবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে সাপে তার শরীরে কামড় দেয়। সাপের কামড়ের যন্ত্রণায় সে চিৎকার দিতে থাকে। এসময় পরিবারের সদস্যরা সাপটিকে আটকিয়ে মেরে ফেলেন। এবং জয়নালকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ভোরে তার মৃত্যু হয়।