Home » গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৭জন আহত হয়েছে

গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৭জন আহত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
112 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট সড়ক দুর্ঘটনায় ৭জন আহত হয়েছেন। আহতরা হলেন-চৌগাছা গ্রামের ভিটাপাড়ার শরিফুল ইসলামের ছেলে পারভেজ হােসেন (১৫),বাদল আলীর ছেলে লিখন হােসেন (১৬),আনারুল ইসলামের ছেলে হৃদয় হােসেন (১৫),সাহারবাটী গ্রামের আব্দুল মােতালেব এর ছেলে আলগামন (ইঞ্জিনচালিত যানবাহন) চালক আহসান আলী (৪০), একই গ্রামের মাঠপাড়ার হাসিবুল ইসলাম (২২),আলী হােসেন (২৪) ও মাসুম হােসেন (৩৪)।

বুধবার সন্ধ্যা রাতে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত আলগামন চালক আহসান বলেন, ৩জন যাত্রী নিয়ে আলগামনযােগে গাংনী বাজার থেকে সাহারবাটী বাজারের উদ্দেশ্যে রওনা হই। চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে,
৩ জন চড়ে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল আমার আলগামনকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় দুই গাড়ীর ৭জনই আগত হই। স্থানীয় লােকজন আমাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) ভর্তি করেন।
গাংনী হাসপাতাল সূত্র জানায়,আহতদের মধ্যে পারভেজ এর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,তাকে রা

০ মন্তব্য

You may also like

মতামত দিন