আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে হিজড়াদের(তৃতীয় লিঙ্গ) উপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে উপজেলার বামন্দি এলাকায় চাঁদা তোলার সময় সোহেল এর কসমেটিক দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।এ সময় নদী(২৫)নামের এক হিজড়া আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,জোরপূর্বক চাঁদা উত্তোলনের সময় অশ্লীলতা করার কারণে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শিকার হন হিজড়ারা। কয়েকজন হিজড়া আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে যায়।
হিজড়া(তৃতীয় লিঙ্গ) নদী জানান, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আমরা ৯ জন রোজা রেখে চাঁদা উত্তোলন করছিলাম। আমাদের বাবা,মা,স্বামী ও সন্তান কেউ নেই,আমরা আপনাদের দয়াতে বেঁচে থাকি। আমরা চাঁদা চাইতে গেলে তারা উত্তেজিত হয় লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই,তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।