নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ৬৫ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৮ জুন), বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা এলাকায় ফেনসিডিল বেচা কেনার সময় গাংনী থানা পুলিশ তাদেরকে আটক করেন।
ঘটনায় আটককৃতরা হলেন, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৪) একই গ্রামের বাবুল আক্তারের ছেলে আব্দুর রহমান (২), গাংনী মহিলা কলেজ পাড়ার আমজাদ হোসেনের ছেলে শ্যামল হোসেন (২২) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের হোসেন মালিথার ছেলে রফিকুল ইসলাম।
গাংনী থানা সূত্রে জানা গেছে, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই নুর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
সূত্র জানায় গাংনী থানার এসআই নুর ইসলাম ও সঙ্গীয় ফোর্স চোখতোলা যাত্রী ছাউনির পাশে ছদ্মবেশে অবস্থান নেন।
এসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি যাত্রীবাহি বাস থেকে ৪ জন নামে চোখতোলায় এবং ফেনসিডিল বেচাকেনা শুরু করেন।
এসময় এসআই নূর ইসলামসহ অভিযানকারী ফোর্স তাদের আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা সম্পন্ন হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটককৃত আসামিদের বৃহস্পতিবার মেহেরপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।