আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে গণ-ডাকাতির ঘটনায় নুরুল ইসলাম (২৭) নামের ১জনকে আটক করা হয়েছে। আটককৃত নুরুল গাংনী উপজেলার ঝোড়াঘাট গ্রামের সুরবান আলী মন্ডলের ছেলে।
রবিবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের তাকে আটক করে। হাট বামন্দী এলাকার রনি ইসলাম নামের এক বাদি হয়ে গাংনী থানায় অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় নুরুল ইসলামকে আটক করে পুলিশ।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত শনিবার দিবাগত রাতে বামন্দী-দেবীপুর সড়কে গণ-ডাকাতির ঘটনায় ২৫ সেপ্টেম্বর একটি মামলা হয়। মামলা নং- ৩৬। ওই মামলায় নুরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সােমবার আদালতে প্রেরণ করা হয়েছে।