ভ্রাম্যমাণ প্রতিনিধি ইউনুস আলী:
মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর বাজার থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ আশিকুজ্জামান (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আশিকুজ্জামান গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার নিয়ামত আলীর ছেলে।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা গােপন সংবাদের ভিত্তিতে রামনগর বাজারে অভিযান চালিয়ে আতিকুজ্জামানকে আটক করে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান। এসময় উপস্থিত ছিলেন ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ আলীসহ সঙ্গীয় ফোর্স।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান,আটককৃতের কাছ থেকে বস্তাভর্তি ৭০ বােতল ফেনসিডিল উদ্ধার করা হয়।