আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনী উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলের দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন তার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দলীয় প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র তুলে দেওয়া দেন ।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘােষণা করেছে নির্বাচন কমিশন। এ লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের হাতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র বিতরণ করেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
গাংনী উপজেলার মটমুড়া ইউপির দলীয় প্রার্থী আবুল হাশেম, কাথুলী ইউপির দলীয় প্রার্থী গোলজার হোসেন, তেঁতুলবাড়িয়া ইউপির দলীয় প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, বামন্দী ইউপির দলীয় প্রার্থী ওবাইদুর রহমান কমল ও সাহারবাটী ইউপির দলীয় প্রার্থী মশিউর রহমানের হাতে মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।