নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে যাত্রীবাহি বাসের ধাক্কায় ফারজানা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত ফারজানা বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ার ইকবাল হােসেনের মেয়ে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর বাঁশবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘনা ঘটে। স্থানীয়রা জানান, শিশু ফারজানা বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিল। এসময় মদিনা নামক দ্রুতগামি একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে,চাকার নিচে পড়লে, মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থলেই পৌঁছেছে। গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।