নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী-বারাদী সড়কের পাশে স্থাপনকৃত ২ টি টিউবওয়েল চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে সড়কের ভাটপাড়া-কুচুইখালীর মধ্যেবর্তি স্থানে স্থাপনকৃত ২ টি টিউবওয়েল চুরি হয়।
স্থানীয়রা জানান, সড়কের পাশে ২টি টিউবওয়েল থাকায় মাঠের কৃষক ও পথচারীদের পানি পান ও ওযু করার জন্য সুবিধা হতাে। রাতের আঁধারে টিউবওয়েল দুটি চুরি হওয়ায় মাঠের কৃষক ও পথচারীদের যেনাে ভােগান্তির শেষ নেই। এলাকার মাদকাসক্তরা এই ন্যাক্কারজনক কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।