Home » গাংনী হেমায়েতপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ নিহত

গাংনী হেমায়েতপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ নিহত

কর্তৃক xVS2UqarHx07
168 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৮০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত আব্দুর রহমান হেমায়েতপুর গ্রামের মৃত তাহের আলী মন্ডলের ছেলে। এদিকে ঘাতক পিকআপটি জব্দ ও চালক সুমন আলী এবং হেলপার মামুন হোসেনকে আটক করেছে পুলিশ। আটককৃত সুমন মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের বাসিন্দা ও হেলপার মামুন সদর উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের হেমায়েতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান আব্দুর রহমান রাস্তার পাশে তার একটি গরু রশি দিয়ে বেঁধে রাস্তা পার হচ্ছিলেন। এসময় গরুটি আকস্মিকভাবে ঝাকি মেরে পালিয়ে যায়। ওই ঝাকিতে আব্দুর রহমান রাস্তায় ছিটকে পড়ে।

এসময় হাটবোয়ালিয়ার দিক থেকে আসা গাংনী উপজেলা শহরের দিকে আসা দ্রুতগামি একটি পিকআপ তাকে চাপা দেয়। পিকআপের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাংনী থানা সূত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন