নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে আগামী ১১ নভেম্বর, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের ওকি নিনাে সাকা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন সভার আয়ােজন করে।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান।
এসময় বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, তেঁতুলবাড়ীয়া ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা বিশ্বাস, কাথুলী ইউপির চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপির চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী সােহেল আহমেদ,বামন্দী ইউপির চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আওয়াল,সাহারবাটী ইউপির চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে-বাসিরুল আজিজ হাসান,রাকিবুল ইসলাম টুটুলসহ বিভিন্ন ইউপির সদস্য-সদস্যা প্রার্থীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার,চেয়ারম্যান ও সদস্য-সদস্যা প্রার্থী এবং সাংবাদিকবৃন্দ।