Home » গাংনীতে ইউপি নির্বাচনে ভােট চাওয়াকে কেন্দ্র করে দু’প্রার্থীর লােকজনের মধ্যে সংঘর্ষে ২ সহােদর নিহত : অর্ধশতাধিক আহত

গাংনীতে ইউপি নির্বাচনে ভােট চাওয়াকে কেন্দ্র করে দু’প্রার্থীর লােকজনের মধ্যে সংঘর্ষে ২ সহােদর নিহত : অর্ধশতাধিক আহত

কর্তৃক xVS2UqarHx07
350 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষিনারায়নপুর ধলা গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ২সহােদর নিহত হয়েছেন। নিহতরা হলেন-লক্ষিনারায়নপুর গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে জাহারুল ইসলাম (৫০) ও তার ভাই সাহাদুল ইসলাম (৪৮)।

আজ সােসবার সকাল ৯টার দিকে লক্ষিনারায়নপুর ধলা গ্রামে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাথুলী ইউপি নির্বাচনে ৭ নং ওয়ার্ডের দু’মেম্বর প্রার্থী আজমাইন হােসেন ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিয়ার রহমানকে কর্মীদের মধাে সকালে ভােট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে।

প্রার্থী আজমাইন হােসেন টুটুলের লােকজন ভােট চাইতে গেলে,আতিয়ারের কর্মীরা বাধা প্রদান করেন। এসময় দু’পক্ষের লােকজনের মধাে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে
আজমাইন হােসেন টুটুলের ২ জন কর্মী নিহত হয়। এবং উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়। আহতদের মধাে ৪ জন আশঙ্কাজনক রয়েছে। আহতদের গাংনী, মেহেরপুর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।
এদিকে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন