Home » গাংনীতে ঈদে ঘুরতে গিয়ে মা-মেয়ে নিখোঁজ

গাংনীতে ঈদে ঘুরতে গিয়ে মা-মেয়ে নিখোঁজ

কর্তৃক xVS2UqarHx07
179 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে ঈদে ঘুরতে গিয়ে মা-মেয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন সাহারবাটী গ্রামের একটি পরিবার।

এ বিষয়ে বুধবার (১৩ জুলাই), বিকেলে গাংনী থানায় একটি জিডি করা হয়েছে। যার নং-৫৮৬।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (১২ জুলাই), আনুমানিক বিকেল ৪টার দিকে গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে নানার বাড়ি থেকে ঈদের আনন্দ উপভোগের জন্য ভাটপাড়া ডিসি ইকোপার্কে ঘুরতে যাওয়ার কথা বলে মনিকা খাতুন (২২) ও তার মেয়ে আয়না (২) বের হয়। এর পর থেকেই তারা দু’জনে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মনিকার স্বামী সৌদি আরব প্রবাসী।

মনিকা নিখোঁজের ঘটনায় তার পালিত বাবা আনারুল ইসলাম জানান, মনিকা ও তার শিশু কন্যা নিখোঁজের পর আমাদের যে যেখানে রয়েছে সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করা হয়েছে কিন্তু তাদের কোন সন্ধান পাওয়া যায় নি। এমতবস্থায় আমরা স্থানীয় পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা কামনা করছি।

তিনি জানান, মনিকা নিখোঁজের পরের দিন ১৩ জুলাই বুধবার গাংনী থানায় একটি সাধারণ ডাইরি করেছি।

এ ব্যাপারে গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, নিখোঁজ মনিকা ও তার কন্যা শিশু কে খুঁজে পেতে সব ধরনের আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন