নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে গৃহহীন ও ভূমিহীনদের পূনর্বাসন (ক-শ্রেণী) জন্য যাচাইকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে গাংনী উপজেলা
পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসন সভার আয়ােজন করে।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম,উপজেলা পরিষদের মহিলা ভাইস ফারহানা ইয়াসমিন, মেহেরপুর-২ (গাংনী),আসনের সংসদ সদস মােহাম্মদ সাহিদুজ্জামান খােকনের প্রতিনিধি মনিরুজ্জামান আতু।
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বর,ইউপি সচিব,সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য,গাংনী উপজেলায় ১ম পর্যায়ে ১৭টি, ২য় পর্যায়ে ৪২ টি গৃহের নির্মাণ কাজ শেষ পর্যায়ে এবং ৩য় পর্যায়ে ৩৯ টি গৃহ নিমার্ণের কাজ চলমান। আগামী ২৬ এপ্রিল, প্রধানমন্ত্রী যে সকল গৃহনির্মাাণ ৫০ শতাংশ শেষ হবে সেগুলিরও তিনি আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করবেন।