Home » গাংনীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন জখম

গাংনীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন জখম

কর্তৃক xVS2UqarHx07
276 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

গাংনী উপজেলার তেুুঁলবাড়িয়া গ্রামে বৈধ মালিকানা জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ জন রক্তাক্ত জখম হয়েছে।আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তেুুলবাড়িয়া মোল্লাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন,তেতুঁলবাড়ীয়া মোল্লাপাড়ার কাদের আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০) উসমান আলীর ছেলে সুমন হোসেন ,আবুল কাশেমের ছেলে কাফিরুল ইসলাম,চত্বুর আলীর ছেলে বুদু হোসেন,মোফাজেল হোসেনের ছেলে নাজিম উদ্দিনি।আহত কাফিরুল ইসলাম, দীর্ঘ দিন যাবৎ আমাদের ক্রয়কৃত ৬৭ শতক জমি শরীকানা জমি নিয়ে বিরোধ চলে আসছিল তাদের মধ্যে।

বৈধ মালিকানা জমি রাজনৈতিক প্রভাব দেখিয়ে জবরদখল করে রাখে প্রতিপ্ক্ষরা।এঘটনায় আমরা গতকাল গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করলে গাংনী থানা পুলিশ উভয় পক্ষকে নিয়ে কাগজ পত্র দেখে জমি আমাদের পাওনা হয়।

পরে প্রতিপক্ষরা ১মাসের মধ্যে জমি ছেড়ে দেবে বলে বাড়ী চলে যায়। গাংনী থানার সালিস অমান্য করে জবরখলের বিরোধপূণ জমি জোর করে চাষ করতে গেলে আমারা বাধাঁ দিলে দালাল চক্রকে ম্যানেজ করে উক্ত জমি দখলে নিতে তেতুঁলবাড়ীয়া গ্রামের মৃত আজিবার আলীর ছেলে হজরত আলীর নেতৃত্বে সোনা,মঙ্গল,সোনাতন আলীর ছেলে আজকর আলী,তাহের আলী,মহন আলীর ছেলে আসাদুল ইসলাম,মৃত জানবার আলীর ছেলে ভাদু,পাতান আলী,মনোরদ্দিন আজ মঙ্গলবার সকাল ৮ টার সময় রামদা, লাঠি সোটা নিয়ে জবর দখল করতে যায়।কথাকাটির এক পর্যায়ে হজরত আলীর দলবল বাড়ীতে হামলা চালিয়ে ৫ জনকে আহত করে।

এব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আহতরা গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এখনও কোন পক্ষ অভিযোগ করে নাই।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন