Home » গাংনীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, রেফার্ড-১।

গাংনীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, রেফার্ড-১।

কর্তৃক xVS2UqarHx07
41 ভিউজ

আব্দুল হামিদ, বার্তা সম্পাদকঃ

 

মেহেরপুরের গাংনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাবেদ মাসুদ মিল্টনের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন সোমবার ১০ মার্চ-২০২৫ রাত ৮ টার দিকে গাংনী বাস স্ট্যান্ড চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে,গাংনী বাস স্ট্যান্ড চত্তরের সাবেক মালেক ফল ভান্ডারের স্থানে দোকান বসানো কে কেন্দ্র করে মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মকবুল হোসেন মেঘলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাদে,এ সময় অন্তত ২০ জন আহত হয়, দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক জখম আব্দুল আলিম আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, বাকিরা সবাই বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান,জাবেদ মাসুদ মিল্টনের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত পুলিশ,র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে, তবে পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন