বামন্দী প্রতিনিধি মোঃ শাহআলমঃ
গাংনীতে নছিমন থেকে পড়ে গিয়ে একজন গুরুতর ভাবে আহত হয়েছে।
বুধবার (১৯/০১/২০২২)
গাংনী উপজেলার করমদি গ্রামের মোঃ মিজানুর রহমানে ছেলে মোঃ আবুজার। নছিমন যোগে ফুটবল খেলা শেষে বাড়ির পথে রওনা হওয়ার সময় উপজেলার দেবিপুর গ্রামের মোড় ঘুরার সময় উক্ত নছিমন থেকে পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত হয়।
এ সময় স্থানীয়রা তাকে বামন্দী বাজারে আল শেফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে সেখানে কর্মরত ডাক্তার জানান রোগীর অবস্থা আশঙ্কাজনক।
তাই দেরিনা করে রোগীকে ক্লিনিকের এম্বুলেন্স যোগে কুষ্টিয়াতে রেফার করা হয়।