Home » গাংনীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাংনীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কর্তৃক xVS2UqarHx07
176 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুশ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভাও মনোঙ্গ সাংস্কৃতি আয়োজন করে।

বিকালে একটি বিরাট শোভাযাত্রা গাংনী শহীদ রেজাউল চত্তর থেকে শুরু হয়ে হাসপাতাল বাজার ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রাতে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি সেন্টু, সম্পাদক অনিক ইসলাম উপস্থিত ছিলেন।

পরে শহীদ রেজাউল চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেন্টু। সম্পাদক অনিক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

এসময় গাংনী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তুরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রাতে একই মঞ্চে মনোঙ্গা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন