নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২ কন্যা সন্তানের জনক নিহত জিল্লুর গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের গােরস্থানপাড়ার আবু হোসেনের ছেলে। সে পেশায় একজন ভুষিমাল ব্যবসায়ী।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরস্থ রাজা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান জিল্লুর রহমান একটি মোটরসাইকেলযোগে মাংস কেনার জন্য দ্রুতগতিতে
গাংনী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় সে রাজা ক্লিনিকের সামনে পৌঁছালে,পিছন দিক থেকে আসা দ্রুতগামি একটি যাত্রীবাহি বাস তাকে স্ব-জোরে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সে ঘটনাস্থলেই নিহত হন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।