আজকের মেহেরপুর ডেক্স:
গাংনী অফিসঃমেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক নির্দেশনায় গাংনী বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৩ টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর), মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকরভাবে মিষ্টি তৈরি ও প্রক্রিয়াজাত করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে গাংনী বাসস্ট্যান্ড বাজারের মেসার্স আব্দুল মালেক স্টোর এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৫১ ধারায় ১৫ হাজার টাকা, চাল পট্টির মেসার্স আমীন মিষ্টান্ন ভাণ্ডারকে ৪৩ ধারায় ৫ হাজার টাকা এবং একই স্হানে মেসার্স এস এম ফাস্ট ফুডকে ৩৭, ৩৮ ধারায় ৪ হাজার মোট ৩ টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন, মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল ইসলাম ও গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান।
এসময় মেহেরপুর জেলা পুলিশের একটি টিম নিরাপত্তার দায়িত্ব পালন করেন।