Home » গাংনীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে

গাংনীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
134 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে গাংনী উপজেলা পরিষদ চত্বরে ৫০ বার তোপধ্বনি,সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের উদ্দেশ্যে গাংনী উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে শহীদদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,সূযোর্দয়ের সাথে সাথে সকল সরকারী,আধা সরকারী,স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা,সকাল ৯টার সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন,শিশু-কিশোরদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। কুচকাওয়াজে অংশ গ্রহণ করবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনী। সকাল ১১টার সময় বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা গাংনী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে।

সুবিধামত সময়ে জাতির শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিভিন্ন মসজিদে মোনাজাত,বিভিন্ন গীর্জা,মন্দির এবং প্যাগোডাতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়াও সুবিধামত সময়ে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

বিকেল ৪টার সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গাংনী উপজেলা প্রশাসন এ কর্মসূচিগুলোর আয়োজন করেছে।

এদিকে ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে সকল সরকারী ও বেসরকারী এবং স্বায়ত্তশাসিত ভবনসমূহে ইতােমধ্যে আলোকসজ্জা করা হয়েছে।

এদিকে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান এবং বিভিন্ন গ্রামাঞ্চলে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দিবসটি শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন