নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলা মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১২ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রােেখন, মেহেরপুর- গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান যথাক্রমে মিজানুর রহমান রানা, সোহেল আহমেদ, গোলাম সাকলায়েন ছেপু, আব্দুর রাজ্জআক, ওবাইদুর রহমান কমল, মশিউর রহমান, পাশা প্রমুখ।
এমপি মহোদয় সকল অধিদপ্তরের কর্মকর্তাদের আরও কাজের মান উন্নত করতে এবং নাগরিক সেবা দিতে যতœবান হতে পরামর্শ দেন।
উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী,সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু,সমাজ সেবা কর্মকর্তা কাজী মো. আবুল মনসুর, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা খাতুন সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।