Home » গাংনীতে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৯০ বােতল ফেনসিডিলসহ একজনকে আটক

গাংনীতে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৯০ বােতল ফেনসিডিলসহ একজনকে আটক

কর্তৃক xVS2UqarHx07
99 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৯০ বােতল ফেনসিডিলসহ শাহ জামাল (৫৫) নামের একজনকে আটক করেছে। আটককৃত শাহ জামাল গাংনী উপজেলার দক্ষিণ অলিনগর গ্রামের কালুহার মন্ডলের ছেলে।

সােমবার বিকেল সােয়া ৪টার দিকে দক্ষিণ অলিনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সূত্র জানায়,র‌্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর একটিদল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার দক্ষিণ অলিনগর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অভিযান দলটি দক্ষিণ অলিনগর গ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শাহাজামাল নামের একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯০ বােতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত শাহ জামাল একজন মাদক ব্যবসায়ী

০ মন্তব্য

You may also like

মতামত দিন