নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে জাতীয়বাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা,মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে ।সোমবার(২৩ জানুয়ারী) বিকেলে উপজেলার বামন্দীতে কৃষক দলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল শাওনের সঞ্চালনায় না সভায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষকদলের সভাপতি মোতালেব হোসেন,যুগ্ন সম্পাদক কাজিপুর ইউনিয়ন কৃষকদল নেতা জাহাঙ্গীর আলম,যুগ্ন-সম্পাদক ষোলটাকা কৃষকদল নেতা গাফফার আলি,যুগ্ন সম্পাদক মটমুড়া ইউনিয়ন কৃষকদল নেতা আঃ মজিদ,যুগ্ন সম্পাদক বামুন্দি ইউনিয়ন কৃষকদল নেতা ইউসুফ আলি,সেচ্ছাসেবক দল গাংনী উপজেলা শাখার সাবেক সভাপতি শহিদুল ইসলাম সহ মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সনের মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ পরিবেশ তৈরী করতে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করার আহবান জানান সরকারের প্রতি এবং দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান।