নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে প্রকাশ্যে-দিবালােকে শাশুড়ীকে কুপিয়ে হত্যাকারী জামাতা বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল করমদী গ্রাম থেকে তাকে আটক করে।
আটককৃত বাদশা মিয়া করমদী গ্রামের শাহাবুর পাড়ার রবিউল ইসলামের ছেলে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শাশুড়ীকে হত্যা করে ঘাতক বাদশা পালিয়ে করমদী গ্রামের শাহাবুর পাড়ায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহায়তায় বাদশাকে আটক করা হয়েছে। বাদশা বিরুদ্ধে মামলা রুজু করে আগামীকাল (বুধবার) সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য : পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার সকালে প্রকাশ্যে দিবালােকে বাদশা মিয়া শাশুড়ী রঙ্গিলাকে দেশীয় অস্ত্র(হাসুয়া) দিয়ে কুপিয়ে হত্যা করেন । এ সময় তার ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিমি নিজের মাকে বাঁচাতে গেলে, তাকেও কুপিয়ে আহত করে।