Home » গাংনীতে স্ত্রীকে হত্যা চেষ্টা নেশাগ্রস্থ স্বামীর

গাংনীতে স্ত্রীকে হত্যা চেষ্টা নেশাগ্রস্থ স্বামীর

কর্তৃক xVS2UqarHx07
143 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে নেশাগ্রস্থ স্বামী নাহিদ (২১). বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, গত ৪মাস আগে ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়ার মতিয়ার রহমানের ছেলে নাহিদ হোসেনের (২১) সাথে একই এলাকার কাবরান আলীর মেয়ে স্বপ্না খাতুনের (২০) প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয়। নাহিদ নেশায় আসক্ত। বিয়ের পর থেকে দুজনের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত। বুধবার বিকেলে স্বপ্নার বাবা মেয়েকে নেওয়ার জন্য নাহিদের বাড়িতে গেলে নেশাগ্রস্থ নাহিদ স্বপ্নার বাবার সামনেই ধারালো হাসুয়া দিয়ে স্বপ্নাকে এলোপাথাড়ি কোপ দেয়।

পরে প্রতিবেশীরা স্বপ্নাকে উদ্ধার করে বামন্দী আল ফালাহ ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়ায় রেফার্ড করে সেখানকার কর্তব্যরত চিকৎসক।

আল ফালাহ ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, এ ঘটনায় স্বপ্ন রক্তাক্ত যখম হয় ও একটি তার একটি
হাত ভেঙ্গে গেছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন