Home » গাংনীতে স্বামী ও স্ত্রীর অন্তরঙ্গ মুর্হূত ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানাের অপরাধে স্বামী উপহার মিয়াকে গ্রেফতার

গাংনীতে স্বামী ও স্ত্রীর অন্তরঙ্গ মুর্হূত ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানাের অপরাধে স্বামী উপহার মিয়াকে গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
141 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

স্বামী ও স্ত্রীর অন্তরঙ্গ মুর্হূত ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানাের অপরাধে স্বামী উপহার মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে গাংনী পুলিশের একটিদল । ঢাকায় আত্মগোপনে থাকা অবস্থায় র‌্যাবের সহায়তায় গাংনী থানা পুলিশ রবিবার দিবাগত রাতে উপহার মিয়াকে গ্রেফতার করতে করে।

গ্রেফতারকৃত উপহার মিয়া গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের ক্লাবপাড়ার হকাজ্জেল আলীর ছেলে। স্ত্রীর দায়ের করা পর্ণোগ্রাফি আইন মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে গাংনী থানা পুলিশ। গাংনী থানা সূত্র জানায়, উপহার মিয়া ও তার স্ত্রীর অন্তরঙ্গ মুর্হূতগুলো উপহার মিয়া বিভিন্ন সময়ে মোবাইলে ধারণ করে রাখেন । পরে স্ত্রীকে সেই ভিডিও দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে,বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়া ও তালাক দেয়ার হুমিক দেয় স্ত্রীকে। বেশ কিছু দিন হুমকির পর স্ত্রীর পক্ষ থেকে টাকা দেয়া না হলে,উপহার মিয়া রাগে-ক্ষােভে সেই ভিডিও স্ত্রীর আত্মীয় স্বজনদের ফেসবুক ম্যাসেঞ্জারে দেয়া হয়।

স্বামীর এমন কর্মকান্ডের অতিষ্ঠ হয়ে চলতি বছরে তার স্ত্রী পর্ণােগ্রাফি আইন ২০১২ এর ৮(১) (২) (৩) (৭) ধারায় মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ঢাকার আশুলিয়ায় একটি কোম্পানীতে গোপনে কাজ শুরু করে উপহার মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন,উপহার মিয়াকে গ্রেফতারের পর সােমবার তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন