মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজিব হােসেন (১৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত সজিব জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের বিজিবি ক্যাম্পপাড়ার ফুলবাশ মন্ডলের ছেলে ও তেঁতুলবাড়ীয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেঁতুলবাড়ীয়া-ধলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব হােসেনের চাচাতাে ভাই আরিফুল ইসলাম জানান,সজিব পাওয়ার ট্রেলারের যন্ত্রাংশ কিনে
মােটরসাইকেল যােগে ধলা গ্রাম থেকে তার নিজ গ্রাম তেঁতুলবাড়ীয়ায় ফিরছিল।
পথে মধ্যে একটি শ্যালােইঞ্জিন চালিত মালবাহী ট্রলিকে পাশকাটিয়ে (ক্রস করে) আসতেই মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এসময় সে সড়কে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, নিহত সজিব হােসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে।