আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ৭৫ বোতল ফেনসিডিলসহ ময়নাল শেখ (২৭) ও মেহেদী হাসান (২৩) নামের ২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই), রাত সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলার ভবানীপুর পুলিশ ক্যাম্প মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নাটনাপাড়া ব্রীজ এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃত ময়নাল শেখ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তাঁরা গুনিয়া গ্রামের মৃত মুনাজ্জেল শেখ এর ছেলে এবং মেহেদী হাসান একই এলাকার মতিয়ার রহমানের ছেলে বলে জানা যায়।
ভবানীপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাজীপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান, এএসআই শরিফ কালামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নাটনাপাড়া ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একইসাথে মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক তাদের জেল হাজতে পাঠানো হবে।